টানা দ্বিতীয় বারের মতো ইউনেস্কো/আমির জাবের আল-আহমদ আল-জাবের আল-সাবাহ পুরস্কার আন্তর্জাতিক জুরি বোর্ডের চেয়ারপার্সন নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনকে মন্ত্রিসভা আজ অভিনন্দন জানিয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, নতুন দায়িত্ব পাওয়ার জন্য সায়মা ওয়াজেদ হোসেনকে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই অভিনন্দন জানানো হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ন্যাশনাল এডভাইজরি কাউন্সিল অন নিউরোডেভেলপমেন্ট ডিজঅর্ডার এন্ড অটিজম-এর চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ আগামী দুই বছরের জন্য এই জুরি বোর্ডের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন।
লাইসেন্সড স্কুল ফিজিওলজিস্ট সায়মা ২০১৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অটিজম বিষয়ক শুভেচ্ছা দূত মনোনীত হন। তিনি ২০০৯ সাল থেকে দৈহিক প্রতিবন্ধী লোকদের সহযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত হন। তথ্যসূত্র-বাসস
আজকের বাজার/এমএইচ