পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এস.এম. ফয়সালের শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জান গেছে।
সূত্র জানায়, সায়হাম কটনের এই উদ্যোক্তা পরিচালক তার ছেলে প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদের কাছে ৬০ লাখ শেয়ার হস্তান্তর করেছেন।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
কোম্পানিটির মোট শেয়ারের ৪৬ দশমিক ৪৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২১ দশমিক শূন্য ৯ শতাংশ, এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩২ দশমিক ৪৮ শতাংশ শেয়ার।
আজকের বাজার : আরএম/১৪ ফেব্রুয়ারি ২০১৮