সায়হাম কটনের ক্রেডিট রেটিং ‘এ২’

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেড ক্রেডিট রেটিং-এ ‘এ২’ পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) কোম্পানিটির রেটিং সম্পন্ন করেছে। এতে কোম্পানিটির ক্রেডিট রেটিং দীর্ঘ সময়ে ‘এ২’।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত সময়ের প্রতিবেদনের ভিত্তিতে এ মান নির্ধারণ করেছে সিআরএবি।

আরএম/