সিঁড়ির ফাঁক দিয়ে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর ডেমড়ায় বহুতল ভবনের সিঁড়ির ফাঁক দিয়ে নিচে পড়ে গিয়ে আরিফুল ইসলাম (১১) নামের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৮ জুলাই দুপুর ২টার দিকে ডেমড়ার সারুলিয়া এলাকার একটি বাসার দ্বিতীয়তলার সিঁড়ির ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায় আরিফুল।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বিকেল ৩টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন। মৃত আরিফুল কুমিল্লা জেলার তিতাস উপজেলার রায়পুর গ্রামের মোস্তাক আলীর ছেলে। সে তার পরিবারের সঙ্গে সারুলিয়া বাহিরটেংরা এলাকায় থাকতো। স্থানীয় একটি স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল আরিফুল।

আরিফুলের বাবা মোস্তাক আলী জানান, মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী মফিজউল্লাহ মিয়ার পাঁচতলার বাসায় সমবয়সীদের সঙ্গে খেলতে যায় আরিফুল। খেলার সময় ওই ভবনের দ্বিতীয়তলার সিঁড়ির ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, আরিফুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আজকের বাজার: আরআর/ ১৮ জুলাই ২০১৭