মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মিস্টার ট্রাম্প, সিংহের লেজ নিয়ে খেলবেন না। এতে শুধু অনুতপ্ত হওয়া ছাড়া কিছুই থাকবে না।
তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের হঠকারী নীতির জেরে ট্রাম্পকে এ হুঁশিয়ারি দিয়েছেন রুহানি।
রোববার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থার (আইএসএনএ) বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে কড়া সমালোচনা করে হাসান রুহানি বলেছেন, আমেরিকার জানা উচিত; ইরানের সঙ্গে যুদ্ধ হলে তা হবে সমস্ত যুদ্ধের মা।
আজকের বাজার/এমএইচ