নাটোরের সিংড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুন) সকালে উপজেলার নগর মাঝগ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম সামাউন (৩)। সামাউন একই এলাকার বাবু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সামাউনের মা সালমা বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে থালা-বাসন ধুতে যায়। এসময় সামাউন তার মায়ের অজান্তেই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোজাখুজি করেও তাকে না পেয়ে স্থানীয়রা ওই পুকুরে খোঁজ শুরু করে।
পরে স্থানীয়রা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
আজকের বাজার/একেএ