রফতানি বাণিজ্যে বিশেষ অবদানের জন্য ১৩১ জন ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) মর্যাদা দিয়েছে সরকার। ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক হিসেবে তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে আরো ৩৩ জনকে। ২০১৪ সালের জন্য সিআইপি (রফতানি) নির্বাচিত ১৬৪ ব্যবসায়ীর তালিকা সম্প্রতি গেজেট আকারে প্রকাশ করা হয়।
রফতানি করা পণ্যের মধ্যে রয়েছে- কাঁচাপাট, চামড়া (ক্রাস্ট ও ফিনিসড), চামড়াজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, ওভেন গার্মেন্টস, কৃষিজাত পণ্য, অ্যাগ্রো প্রোসেসিং, লাইট ইঞ্জিনিয়ারিং, হস্তশিল্পজাত দ্রব্য, ডিহাইড্রেটেড সল্টেড ও অন্যান্য মাছ, নিটওয়্যার, প্লাস্টিকজাত পণ্য, টেক্সটাইল (ফেব্রিক্স) এবং বিবিধ শ্রেণিভুক্ত।
নির্বাচিত সিআইপিরা এক বছর পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। সিআইপি কার্ডের মেয়াদকালীন বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র ও গাড়ির স্টিকার পাবেন। এছাড়া বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। সিআইপি কার্ডধারীরারা ব্যবসায় সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ব্যবসায় সংক্রান্ত কাজে বিদেশে ভ্রমণে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভিসাপ্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দূতাবাসকে উদ্দেশ্য করে ‘লেটার অব ইন্ট্রুডাকশন’ ইস্যু করবে। সিআইপিরা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা পাবেন। তাদের স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।
প্রতিষ্ঠানসহ নবনির্বাচিত ১৬৪ সিআইপি (রফতানি) হলেন- হাসান আহমেদ, পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেড, মোহাম্মদ শাহজাহান নরসিংদী জুট ট্রেডার্স, শেখ নাসির উদ্দিন, আকিজ জুটল মিলস লি:, নাজমুল হক, জনতা জুট মিলস্ লি:, মাহমুদুল হক, সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লি:, মো: হুমায়ুন কবির, নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লি:, মোহাম্মদ শাহজাহান, জাহান গ্রুপ অব কোম্পানিজ, মো: আব্দুল মাজেদ, এপেক্স ট্যানারী লি:, শেখ মোমিন উদ্দিন, এসএএফ ইন্ডাস্ট্রিজ লি:, শেখ মোমিন উদ্দিন, এসএএফ ইন্ডাস্ট্রিজ লি, মো: টিপু সুলতান, বেঙ্গল লেদার কমপ্লেক্স লি:, মো: শামসুর রহমান, বে-ট্যানারিজ লি:, অনিরুদ্ধ কুমার রায়, এফ.বি ফুটওয়্যার লিমিটেড, মোহাম্মদ সাইফুল ইসলাম, পিকার্ড বাংলাদেশ লিমিটেড, মহিউদ্দিন আহমেদ মাহিন, আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজ লি:, জয়নাল আবেদিন মজুমদার, এবিসি ফুটওয়ার ইন্ডাস্ট্রিজ লি:, শেখ মোমিন উদ্দিন, আকিজ ফুটওয়্যার লি:, মো: নাজমুল হাসান, লেদারেক্স ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লি:, আব্দুল জব্বার মোল্লা, জালালাবাদ ফ্রোজেন ফুডস লি:, মো: মুছা মিয়া, কুলিয়ারচর সী-ফুডস্ (কক্সবাজার) লি:, মো: তৌহিদুর রহমান, ফ্রেড ফুডস্ লি:, মো: রেজাউল হক, মর্ডাণ সি-ফুড ইন্ডাস্ট্রিজ লি:, মো: আমিন উল্লাহ, আর্ক সী-ফুডস লি:, মিজ ইয়াসমিন খান, মীনহার সী ফুডুস লি:, কাজী সাদ্দাম শাহনেওয়াজ প্রিন্স, গাজী সী-ফুডস (প্রা:) লি:, এসএম আমজাদ হোসেন, বাগেরহাট সী-ফুড ইন্ডাস্ট্রিজ লি:, এসএম মিজানুর রহমান, এটলাস সী-ফুড লিমিটেড, এমডি আবুল হোসেন, সাউদান ফুডস লি:, শ্যামল দাস, এম.ইউ. সী-ফুডস লি:, মো: মাসুদুর রহমান, সী ফ্রেশ লি:, মিয়া মোহাম্মদ আব্দুস সালাম, ইন্টা: শ্রীম্পস এক্সপোর্ট (প্রা:), তানভীর আহমেদ, কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ লি:, শরীফ জহীর, অনন্ত এ্যাপারেলস লিমিটেড, আলী আজিম খান, সাইনেস্ট এ্যাপারেলস, আরশাদ জামাল, তুসুকা ট্রাউজার লি:, মুজিবুর রহমান, স্মার্ট জিন্স লি:, আব্দুস সালাম মুর্শেদী, মেসার্স ম্যানতা এ্যাপারেলস লি:, মেজবাহউদ্দিন খান, উইন্ডি এ্যাপারেলস লি:, আজিজুল ইসলাম, আলিফ গার্মেন্টস লিমিটেড, মো: মহিদুল ইসলাম খান, মেসার্স সিটাডেল এ্যাপারেলস লি:, কাজী এ.এফ.এম জয়নুল আবেদিন, আবেদিন গার্মেন্টস লি:, ফেরদৌস পারভেজ বিভন, ব্যান্ডে ফ্যাশনস লি:, ইতেমাদ উদ দৌলাহ, ডার্ড গার্মেন্টস লি:, ওয়াসিম রহমান, এমবিএম গার্মেন্টস লি:, তানভীর আহমেদ, এ্যালিগেন্ট গ্রুপ, মো: আতিকুল ইসলাম, ইসলাম গ্রুপ, একে আজাদ, হা-মীম গ্রুপ, মো: সাজ্জাদুর রহমান মৃধা, এ্যাবা গ্রপ, মোহাম্মদ মনসুর, মনসুর জেনারেল ট্রেডিং কোং লি:, গোবিন্দ চন্দ্র সাহা, মোসার্স রাজধানী এন্টারপ্রাইজ, গকুল চন্দ্র সাহা, মেসার্স ক্যাপিটাল এন্টারপ্রাইজ, ড. শেখ আবদুল কাদের, এগ্রিকনসার্ন, মো: রফিকুল ইসলাম (লিটন), লিটন ওয়ার্ল্ড লিংক, অঞ্জন চৌধরী, স্কয়ার কনজুমার প্রোডাক্টস লি:, আব্দুল মোতালেব কিষোয়ান র্যাকস লি:, আহসান খান চৌধুরী, প্রাণ এগ্রো লি:, আব্দুল মুক্তাদির, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লি:, সফিকুল আলম সেলিম, কারূপন্য রংপুর লি:, বার্থা গীতি বাড়ৈ, কোর দি জুট ওয়ার্কস, গোলাম আহসান, সান ট্রেড লি:, গোলাম মোস্তফা, জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লি:, স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফ্যাশনস লি:, নাফিস সিকদার, মেসার্স আসওয়াদ কম্পোজিট মি: লি:, গাওহার সিরাজ জামিল, ফোর এইচ ফ্যাশনস্ লি:, মাসুদুজ্জামান, মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লি:, অমল পোদ্দার, মেট্রো নিটিং এ্যান্ড ডাইং মিলস্ লি:, নাজীম উদ্দিন আহমেদ, ইন্টার স্টফ এ্যাপারেলস লি:, মো: শামসুজ্জামান, লিবার্টি নীটওয়্যার লি:, মো: আসাদুল ইসলাম, ফারিহা নীট টেক্স লি:, মহিউদ্দিন ফারুকী, মালটিফ্যাবল লি:, নাবিল উদ দৌলাহ, ডার্ড কম্পোজিট টেক্সটাইলস লি:, জয়নাল আবেদীন মোল্লা, নীট কনসার্ন লি:, রিয়াজ উদ্দন আল মামুন, ইপিলিয়ন নীট ওয়্যার লি:, আসিফ আশরাফ, ফখরুদ্দিন টেক্সটাইলস মিলস লি:, আসিফ মঈন, ফারইষ্ট নিটিং এ্যান্ড ডাইং ইন্ডা: লি:, আব্দুস সোবহান, অকোটেক্স লি:, আব্দুল কাদির মোল্লা, আদুরী এ্যাপারেলস লি:, আসিফ ইব্রাহিম, নিউ এইজ এ্যাপারেলস লি:, মো: মশিউর রহমান চমক, লিবাস টেক্সটাইলস লি:, এমএ সবুর, কনসেপ্ট নিটিং লিমিটেড, এফ.এম. কবির মহিউদ্দিন, এ্যাপারেল-২১ লি:, মো: নাসির উদ্দিন, সাদমা ফ্যাশন ওয়্যার লি:, প্রীতি পোদ্দার, বী-কন নীট ওয়্যার লি:, সাফিনা রহমান, মেসার্স লাক্সমা সুয়েটার্স লি:, নুরুল আলম চৌধুরী, প্যাপিলন নীট এ্যাপারেলস (প্রা: লি:), অঞ্জন শেখর দাশ, আরএসআই এ্যাপারেলস লি:, শেখ এইচ এম মোস্তাফিজ, কিউট ড্রেস ইন্ডাস্ট্রিজ লি:, রানা শফিউল্লাহ, লাক্সমা ফ্যাশন লি:, রাকিবুল কবির, দেইউ বাংলাদেশ লি:, এমডিএম জালাল উদ্দিন চৌধুরী, ক্লিফটন গ্রুপ, মোহাম্মদ আবদুল জব্বার, ডিবিএল গ্রুপ, খলিলুর রহমান, কেডিএস গ্রুপ, সুলতানা জাহান, স্টার লাইট গ্রুপ, শাহরিয়ার আহমেদ, ইসলাম গ্রুপ, এ বিএম সামসুদ্দিন, হান্নান গ্রুপ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, জে কে গ্রুপ, বিলাল মামুন, প্যারাগন সিরামিক ইন্ডাস্ট্রিজ লি:, আহমেদ কারুল ইসলাম চৌধুরী, মেসার্স আর্টিসান সিরামিকস্ লি:, রবীন্দ্র নাথ পাল, আর এফ এল প্লাস্টিক লি:, জসিম উদ্দিন, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাট্রিজ, কুতুব উদ্দিন আহমেদ, এনভয় টেক্সটাইলস লি:, সাখাওয়াত হোসেন, প্যারামাউন্ট টেক্সটাইল লি:, মোস্তাফিজুর রহমান, চিটাগাং ডেনিস মিলস লি:, মোহাম্মদ নূরুল ইসলাম, নোমান উইভিং মিলস লি:, মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের, ইসমাইল টেক্সটাইল মিলস্ লি:, আব্দুল্লাহ মোহাম্মদ জুবায়ের, সাদ সান টেক্সটাইল মিলস লি:, আব্দুল্লাহ মোহাম্মদ জুবায়ের, তালহা ফেব্রিক্স লি:, এ এস এম মহিউদ্দিন মোনেম, সার্ভিস ইঞ্জিন লি:, রেওয়ান রহমান, ট্রেড এক্সেল গ্রাফিক্স লিমিটেড, মীর নাসির হোসেন, মীর টেলিকম লি:, মো: মোশারফ হোসেন, মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস লি:, মির্জা সালমান ইস্পাহানি, পাহাড়তলী টেক্সটাইল এন্ড হোসিয়ারী মিলস্, হাজী আব্দুল মজিদ মন্ডল, মনট্রিমস লি:, কে. এম রেজাউল হাসানাত, মেসার্স ভিয়েলাটেক্স স্পিটিং লি:, মোহাম্মদ হাসান ইমাম, মতিন স্পিনিং মিলস লি:, কামাল উদ্দিন আহমেদ, মেরিন সেফটি সিস্টেম, মোহাম্মদ আমানউল্লাহ, আমান স্পিনিং মিলস লি:, হাজী মোহাম্মদ আসাদুজ্জামান, এশিয়া মেটাল মেরিন সার্ভিস, মো: পারভেজ রহমান, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লি:, মো: মনির হোসেন, ফারিহা স্পিনিং মিলস লি:, আমীর আলী হোসাইন, বিএসআরএম ষ্টীলস লি:, প্রকাশ রঞ্জন দাস গুপ্ত, ফেক্সিনকো, আলহাজ মোহাম্মদ হেলাল মিয়া, মেসার্স হেলাল এন্ড ব্রাদার্স, মো: শাহ সুজা মিল্লাত, মেসার্স মিশু এন্টারপ্রাইজ, আহমেদ কামরুল ইসলাম চৌধুরী ওবিই, দি কনসোলিডেটেড, মোহাম্মদ নুরুল ইসলাম, সুফিয়া কটন মিলস লি:, নুর-ই ইয়াছমিন ফাতেমা, ইয়াছমিন স্পিনিং মিলস লি:, আব্দুছ ছামাদ মোহাম্মদ রফিকুল ইসলাম (নোমান), জাবের এন্ড জোবায়ের এক্সাসোরিজ লিমিটেড, সালাহউদ্দিন আলমগীর, লাবীব গ্রুপ, মো: আব্দুল আউয়াল, প্রাইম গ্রুপ, মো: তানভীর খান, জে.কে. গ্রুপ, মোহাম্মদ আনিসুর রাজ্জাক, বাংলাদেশ এক্সপোর্টস গ্রুপ।
এফবিসিসিআই পরিচালক হিসেবে মনোনীত সিআইপিরা হলেন- মো: আমিনুল হক (শামীম), মো: রেজাউল করিম রেজনু, মো: মমতাজ উদ্দিন, প্রবীর কুমার সাহা, এ কে এম শাহিদ রেজা, মো: জালাল উদ্দিন আহমেদ (ইয়ামীন), তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, মীর নিজাম উদ্দিন আহমেদ, সাফকাত হায়দার, আনোয়ার হোসেন, আবু মোতালেব, ওবায়দুর রহমান, মো: শফিকুল ইসলাম ভরসা, এম এ মোমেন, আলহাজ মো: হারুন-অর-রশীদ, কে এম আখতারুজ্জামান, শাহেদুল ইসলাম হেলাল, আসিফ ইব্রাহীম, এম এ সালাম, মোহাম্মদ আলী সরকার, আমিনুল হক, সালাহ উদ্দিন আলী আহমেদ, গোলাম মঈনুদ্দিন, ইঞ্জিনিয়ার মোহাব্বত উল্যাহ, মোস্তফা আজাদ চৌধুরী বাবু, কে এম জামান (রোমেল), জাহাঙ্গীর আলামিন, কাজী শাহনেওয়াজ, নাজমুল হক, আবদুল মোক্তাদির, কাজী আকরাম উদ্দিন আহমেদ, কে এম সেলিম ওসমান এমপি এবং মো: শাহজালাল মজুমদার।
আজকের বাজার:এলকে/এলকে ২৯ অক্টোবর ২০১৭