জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে কর কমিশনার মো. আব্দুল বাতেনকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার এনবিআর থেকে জারি করা এক আদেশে আব্দুল বাতেনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সিআইসির সদ্য বিদায়ী মহাপরিচালক বেলাল উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন। এর আগে সম্প্রতি বেলাল উদ্দিনকে ঢাকা কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য হিসেবে বদলি ও এনবিআরে সংযুক্ত করা হয়েছে। সিআইসি এনবিআরের অধীন একটি গোয়েন্দা সংস্থা।
আদেশে এনবিআরের আয়কর বিভাগে অধিকতর গতিশীলতা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার ল্য হিসেবে তিন কমিশনারকে বদলি করার কথা বলা হয়েছে। এনবিআরের দ্বিতীয় সচিব (কর প্রশাসন-১) আজম উদ্দীন তালুকদারের সই করা ওই আদেশে আরো দুই কর কমিশনারের দফতর বদল করা হয়েছে। দফতর বদল করা অপর দুই কর কমিশনারের মধ্যে কর কমিশনার ও ঢাকা কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য মো. সেলিম আফজালকে কর অঞ্চল-৮ এবং চট্টগ্রাম কর আপিলাত ট্রাইব্যুনাল সদস্য ও কর কমিশনার (চলতি দায়িত্ব) মো. গোলাম মোস্তফাকে ঢাকা কর আপিলাত ট্রাইব্যুনাল সদস্য হিসেবে বদলী করা হয়েছে।
আজকের বাজার : এসএস / ওএফ/ ১৫ জানুয়ারি ২০১৮।