সিইসির নয়, ড.কামালের পদত্যাগ করা উচিত: কাদের

‘ড. কামাল হোসেনের মুখের বিষ ফরমালিনের চেয়েও ভয়ঙ্কর’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

‘সিইসির পদত্যাগ নয়, ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে আপনার পদত্যাগ করা উচিত,’ বলেন তিনি।

বুধবার, ২৬ ডিসেম্বর কুমিল্লার চৌদ্দগ্রামের মিঞাবাজার লতিফুন্নেচ্ছা উচ্চবিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মঙ্গলবার ড. কামাল হোসেন সিইসির পদত্যাগ দাবি করেন। জবাবে আজ ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘৩০ ডিসেম্বর মানুষ নৌকায় ভোট দেবে। কারণ জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও শান্তি রক্ষার সরকার। দেশে নৌকার বিকল্প পেট্টোল বোমা, শিক্ষা প্রতিষ্ঠান পোড়ানো, বাস-ট্রাকে আগুন ও সড়কের গাছ কেটে সড়ক অবরোধ করা।’

তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার বিকল্প মানে মানুষ হত্যা, চুরি, ডাকাতি, ধর্ষণসহ দেশে বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করা।’

নির্বাচনী এ জনসভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-১১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস ছোবহান ভুইয়া হাসানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শাহজালাল মজুমদার, কাশিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ