তিন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।
বুধবার (২৫ জুলাই) বিকাল ৩টার পর সিইসির সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপদেষ্টা পরিষদের সদস্য ড. রাশেদুল আলম ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার।
বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার, শাহাদাত হোসেন চৌধুরী ও রফিকুল ইসলাম এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত আছেন।
আজকের বাজার/এমএইচ