সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির ২ নেতা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে কথা বলতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্যা জানা গেছে।

সূত্রটি জানায়, বিএনপির প্রতিনিধিদলে দলটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স আছেন।

এর আগে সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রায় শতাধিক কেন্দ্রে সরকার দলীয় নেতাকর্মীরা বিএনপির এজেন্টদের বের করে দিয়েছে। সেখানে রীতিমত জাল ভোটের মহোৎসব চলছে।

আজকের বাজার/এমএইচ