সিউলের নিখোঁজ মেয়রের লাশ উদ্ধার

দক্ষিণ কোরিয়ার উত্তর সিউলের বুগাকসান পর্বত থেকে শুক্রবার মধ্যরাতের দিকে দেশটির রাজধানী সিউলের মেয়র পার্ক ওন-সুন’র লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মেয়ে পুলিশের কাছে নিখোঁজ রিপোর্ট দায়ের করেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, মেয়র পার্কের মেয়ে স্থানীয় সময় বিকাল ৫টা ১৭ মিনিটে পুলিশের কাছে নিখোঁজ রিপোর্ট দায়ের করেন। এতে বলা হয়, ‘তিনি ৪-৫ ঘণ্টা আগে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যান এবং তার ফোনটি এখন বন্ধ রয়েছে।’

এরপর প্রায় আড়াই শ পুলিশ সদস্য ও উদ্ধারকারী ড্রোন ও পুলিশের প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি অভিযান শুরু করেন।

জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় সময় পৌনে ১১টার দিকে মেয়র পার্ক মধ্য সিউলে তার বাসভবন ত্যাগ করেন। এ সময় তিনি কালো রঙের পোশাক পরিহিত এবং একটি কালো ব্যাকপ্যাক বহন করছিলেন।

মেয়রের মোবাইল ফোনের সিগন্যাল সর্বশেষ উত্তর সিউলের একটি মন্দিরের কাছে শনাক্ত করা হয়।