সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৩ ঢাকাবাসীকে উৎসর্গ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
উল্লেখ্য, গত ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড সিটিজ সামিট মেয়রস ফোরাম ২০২৩' এ ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নেতৃত্ব শ্রেণীতে 'সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৩' এ ভূষিত করা হয়।
আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে করপোরেশনের দ্বিতীয় পরিষদের দ্বাবিংশতম করপোরেশন সভায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এই পুরষ্কার ঢাকাবাসীকে উৎসর্গ করেন।
মেয়র তাপস এ সময় বলেন, "একটি আধুনিক, সচল ও বাসযোগ্য নগরী গড়ে তোলার নিরন্তর যাত্রায় ঢাকাবাসী আমাদেরকে নিরবিচ্ছিন্নভাবে সহযোগিতা করেছে এবং করে চলেছে। ঢাকাবাসীর সহযোগিতায় আমরা প্রতিনিয়ত নানাবিধ প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে চলেছি। তাই এই পুরষ্কার মেয়র হিসেবে আমাকে প্রদান করা হলেও আমি মনে করি, এই পুরষ্কারের ভাগীদার আমার প্রিয় ঢাকাবাসী। এই পুরষ্কার আমি ঢাকাবাসীকে উৎসর্গ করলাম।"
উল্লেখ যে, প্রযুক্তি ও উপাত্তের উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার উন্নয়ন ও বিকাশে নেতৃত্ব প্রদানের জন্য 'নেতৃত্ব শ্রেণীতে' সিউল স্মার্ট সিটি প্রাইজ প্রদান করা হয়ে থাকে।
প্রতিবছর সারাবিশ্ব হতে দু'জন সিটি মেয়রকে 'নেতৃত্ব শ্রেণিতে' সিউল স্মার্ট সিটি পুরষ্কারে ভূষিত করা হয়। ২০২৩ সালে ২ জন সিটি মেয়রের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে এ পুরষ্কারে ভূষিত করা হয়। এছাড়াও টেক-ইনোভেশন প্রাইজ ও হিউম্যান-সেন্ট্রিসিটি প্রাইজ ক্যাটাগরিতেও সারাবিশ্ব হতে ২ জন করে ৪ জনকে এই পুরষ্কার প্রদান করা হয়।
নগরীর অগ্রযাত্রা এবং নগরবাসীর কল্যাণের জন্য উল্লেখযোগ্য অবদান রাখায় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৩ এর জন্য মনোনীত করা হয়। এছাড়াও নগরীর ব্যবহারিক বিন্যাস, নগরায়নের জটিলতাসমূহ অনুসন্ধানে সক্ষমতা প্রদর্শন এবং একটি অধিকতর সহনীয় ও বাসযোগ্য নগর গড়ে তুলতে বলিষ্ঠ কার্যসম্পাদন, কার্যকরী উদ্ভাবন ও উপাত্তের কার্যকর প্রয়োগের ফলে সুশাসন, শহুরে অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং সর্বোপরি ই-গভর্নেন্স নিশ্চিত করতে ব্যারিস্টার শেখ তাপসের দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব জোরালো ভূমিকা রাখায় তাকে এ পুরষ্কারে ভূষিত করা হয় বলে অনুষ্ঠানে জানানো হয়।
পুরষ্কার হিসেবে ঢাদসিক মেয়রকে ১ ও ০ এর চমৎকার সম্মিলনে প্রস্তুতকৃত একটি সম্মাননা স্মারক এবং একটি সনদ প্রদান করা হয়।
ওয়ার্ল্ড স্মার্ট সাসটেইনেবল সিটিজ অর্গনাইজেশন এবং সিউল মেট্রোপলিটন গভর্নমেন্ট এর যৌথ উদ্যোগে এবারকার ওয়ার্ল্ড সিটিজ সামিট মেয়রস ফোরাম এর আয়োজন করা হয়।
উল্লেখ, সারাবিশ্বের ৩০টি দেশের ৫০ জন মেয়র সিওলে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিটিজ সামিট মেয়রস ফোরামে অংশগ্রহণের আমন্ত্রণ পায়। 'সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৩' পাওয়ায় করপোরেশনের কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তাগণ ঢাদসিক মেয়রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এদিকে আজকের করপোরেশন সভায় গত ২০ আগস্ট প্রয়াত ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আসলাম আসিফ এর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এ সময় তার আত্মার মাগফেরাত কামনা ও শ্রদ্ধা প্রদর্শন করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় করপোরেশন সভায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও কাউন্সিলরবৃন্দ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
করপোরেশন সভায় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। (বাসস)