সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এর সম্পদ মূল্য প্রকাশ

সিএপিএম কোম্পানি লিমিটেড, তাদের ব্যবস্থাপনায় পরিচালিত সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এর নীট সম্পদ মূল্য ঘোষনা করেছে । ফান্ডের  সকল সম্পদ ও দায় বিবেচনা করে ২৩ জুলাই, ২০২০ ইং কার্যদিবস শেষে ফান্ডটির মোট নীট সম্পদ মূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে টাকা ৭১৭১৯,৬৫৫,২৫৯.৮৩ এবং বাজারমুল্যে টাকা ৬৬০৬,২১৫,৩৮৭.৭১। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট  প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১০.৭৬ টাকা এবং বাজারমূল্যে টাকা ৯.০৭।