আজ ২৭ এপ্রিল, ২০২২ ইং তারিখে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এর ট্রাস্টি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এর ৩১ শে মার্চ ২০২২ ইং সালের তৃতীয় ত্রৈমাসিক অনিরিক্ষীত হিসাব (আন-অডিটেড রিপোর্ট) অনুমোদন করা হয়।
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এর ৩১ শে মার্চ ২০২২ ইং সালের তৃতীয় ত্রৈমাসিকের অনিরিক্ষীত হিসাব অনুযায়ী ফান্ডের সকল সম্পদ ও দায় বিবেচনা করে, ফান্ডটির মোট নীট সম্পদের মূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৭১৩,৯৯৩,৫৬১.০০ টাকা এবং বাজারমূল্যে ৮২৩,১৮৩,৬২০.০০ টাকা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১০.৬৮ টাকা এবং বাজারমূল্যে ১২.৩১ টাকা, নীট লভ্যাংশ ২,৩৭২,৬৪১.০০ টাকা এবং ইউনিট প্রতি আয় ০.০৪ টাকা।