আজ ২৯ জানুয়ারী, ২০২৩ ইং তারিখে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এর ট্রাস্টি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এর ৩১ শে ডিসেম্বর ২০২২ ইং সালের দ্বিতীয় ত্রৈমাসিক ফান্ডের অনিরিক্ষীত হিসাব (আন-অডিটেড রিপোর্ট) অনুমোদন করা হয়।
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এর ৩১ শে ডিসেম্বর ২০২২ ইং সালের দ্বিতীয় ত্রৈমাসিকের অনিরিক্ষীত হিসাব অনুযায়ী ফান্ডের সকল সম্পদ ও দায় বিবেচনা করে, ফান্ডটির নীট সম্পদের বর্তমান ক্রয়মূল্যে ৭২১,০৯৫,৪০৮.০০ টাকা এবং বাজারমূল্যে ৭৮৭,২১৬,৫৪৬.০০ টাকা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১০.৭৯ টাকা এবং বাজারমূল্যে ১১.৭৮ টাকা, নীট লভ্যাংশ ২৪,৮৪৪,৯২৬.০০ টাকা এবং ইউনিট প্রতি আয় ০.৩৭ টাকা।