সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন চালু সোমবার

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন চালু হবে আগামীকাল ৫ মার্চ, সোমবার।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মিউচ্যুয়াল ফান্ডটি আগামীকাল দুই স্টক এক্সচেঞ্জে “এ” ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।

ডিএসইতে ফান্ডটির ট্রেডিং কোড হবে “CAPMIBBLMF”। আর কোম্পানি কোড হবে ১২২০২।

গত ৮ ফেব্রুয়ারি মিউচ্যুয়াল ফান্ডটির আইপিওর ‌ইউনিট বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

এর আগে গত ১০ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ফান্ডটির আবেদন গ্রহণ চলে।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ৮০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এর মধ্যে উদ্যোক্তা দেবে ৫০ কোটি টাকা এবং বাকি ৩০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া হবে।

ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। এর সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে সিএপিএম কোম্পানি লিমিটেড। আর ট্রাস্টি এবং কাস্টডিয়ানের দায়িত্ব পালন করবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ(আইসিবি)।

আরএম/