সিএপিএম কোম্পানি লিমিটেড, তাদের ব্যবস্থাপনায় পরিচালিত সিএপিএম ইউনিট ফান্ডের নীট সম্পদ মূল্য ঘোষনা করেছে । ফান্ডের সকল সম্পদ ও দায় বিবেচনা করে ০১ অক্টোবর, ২০২০ ইং কার্যদিবস শেষে ফান্ডটির মোট নীট সম্পদ মূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে টাকা এবং ১৪৬,৮৫৪,০৩১.৩১ বাজারমুল্যে টাকা ১৪৯,১৪৭,৯৪৫.৩০ । অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে টাকা ১০৯.৬৭ এবং বাজারমূল্যে টাকা ১১১.৩৮ পুনঃ ধার্যকৃত ইউনিট প্রতি ক্রয় এবং পুনঃ ক্রয় মূল্য হচ্ছে যথাক্রমে টাকা ১১১.৩৮ এবং টাকা ১০৯.৮৮।
০৪ অক্টোবর, ২০২০ ইং থেকে পরবর্তী নীট সম্পদমূল্য ঘোষনার পূর্ব র্পযন্ত এই মূল্য কার্যকর থাকবে।