সিএপিএম কোম্পানি লিমিটেড, তাদের ব্যবস্থাপনায় পরিচালিত সিএপিএম ইউনিট ফান্ডের নীট সম্পদ মূল্য ঘোষনা করেছে। ফান্ডের সকল সম্পদ ও দায় বিবেচনা করে ০৯ মার্চ, ২০২৩ ইং কার্যদিবস শেষে ফান্ডটির মোট নীট সম্পদ মূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে টাকা এবং ১৪২,৭৫৭,১২২.৮৩ বাজার মুল্যে টাকা ১৪৯,৬৮০,৭০৭.৬০ অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে টাকা ১১৪.৯০ এবং বাজারমূল্যে টাকা ১২০.৪৭ পুনঃ ধার্যকৃত ইউনিট প্রতি ক্রয় এবং পুনঃ ক্রয় মূল্য হচ্ছে যথাক্রমে টাকা ১২০.৪৭ এবং টাকা ১২০.০৭ ।
১২ মার্চ, ২০২৩ ইং থেকে পরবর্তী নীট সম্পদমূল্য ঘোষনার পূর্ব র্পযন্ত এই মূল্য কার্যকর থাকবে।