সিএপিএম ইউনিট ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড (বিজিআইসি) আজ ২৪ আগষ্ট ২০২২ ইং তারিখে (বিজিআইসি) সভা কক্ষে এক ট্রাস্টি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিএপিএম ইউনিট ফান্ড এর ৩০ শে জুন ২০২২ ইং সালের সমাপ্ত বৎসরের ফান্ডের একাউন্ট এবং নিরিক্ষা প্রতিবেদন (অডিট রিপোর্ট) অনুমোদন করা হয়।
সভায় ট্রাস্টি বোর্ড ৩০ শে জুন ২০২২ ইং তারিখ পর্যন্ত সকল সকল ইউনিট হোল্ডারদের জন্য ইউনিট প্রতি ১২.০০% ক্যাশ ডিভিডেন্ট বা নগদ লভ্যাংশ অনুমোদন করেন। সিএপিএম ইউনিট ফান্ড এর ৩০ শে জুন ২০২২ ইং সালের সমাপ্ত বৎসরের নিরিক্ষীত হিসাব অনুযায়ী ফান্ডের সকল সম্পদ ও দায় বিবেচনা করে, ফান্ডটির নীট সম্পদের মূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৯৬,৪৭০,১৩০.০০ টাকা এবং বাজারমূল্যে ১১২,৩৯০,৭৯৪.০০ টাকা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১১৩.২২ টাকা এবং বাজারমূল্যে ১৩১.৯০ টাকা, নীট আয় ১৮,৩৫৯,৮৮২.০০ টাকা এবং ইউনিট প্রতি আয় ২১.৫৫ টাকা।