সিএপিএম কোম্পানি লিমিটেড, তাদের ব্যবস্থাপনায় পরিচালিত সিএপিএম ইউনিট ফান্ড এর নীট সম্পদ মূল্য ঘোষনা করেছে। ফান্ডের সকল সম্পদ ও দায় বিবেচনা করে ২০মে, ২০২০ ইং কার্যদিবস শেষে ফান্ডটির মোট নীট সম্পদ মূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে টাকা ১৩৫,১৪৫,২২৭.০৫ এবং বাজারমুল্যে টাকা ১১৬,৫৮৯,৩৫১.৮১। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে টাকা ১০৬.৩৬ এবং বাজারমূল্যে টাকা ৯১.৭৫ ।
৩১ মে, ২০২০ ইং থেকে পরবর্তী নীট সম্পদ মূল্য ঘোষনার পূর্ব পর্যন্ত এই মূল্য কার্যকর থাকবে।