পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এর প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ১৮) অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’১৮)সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ২৫ পয়সা। এছাড়া ইউনিট প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিইউ) হয়েছে ৮ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ৩৮ পয়সা।
৩০ সেপ্টেম্বর১৮ পর্যন্ত বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ(এনএভি)হয়েছে ১০ টাকা ১ পয়সা। ৩০ জুন,১৮ পর্যন্ত তা ছিল ১০ টাকা ৩৩ পয়সা,ক্রয়মূল্য অনুযায়ী ৩০ সেপ্টেম্বর,১৮ পর্যন্ত এনএভি হয়েছে ১০ টাকা ৬১ পয়সা, ৩০ জুন১৮ পর্যন্ত ছিল ১১ টাকা ১১ পয়সা।
জাকির/আজকের বাজার