সিএফও সম্মেলন অনুষ্ঠিত

সার্কভূক্ত দেশগুলোর পেশাগত হিসাববিদদের সংগঠন ‘সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-এসএএফএ সম্মেলন ও আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৭ অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার, ৮ ডিসেম্বর।

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে (পূর্বের শেরাটন) দিনব্যাপি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পুরো অনুষ্ঠানটির আয়োজক দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ-আইসিএমএবি।

এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার আজকের বাজার

সকাল ১০টায় অনুষ্ঠানের মূল প্রোগ্রাম আন্তর্জাতিক সিএফও সম্মেলন শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্যের এসিসিএ প্রধান মিসেস লিন্ডসে ডেগোউভ ডি নানকুয়েজ কী নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন।