ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। তার অসুস্থতা বিষয়ে আজ শনিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, শুক্রবার সকালে এটর্নি জেনারেল মাহবুবে আলমের জ্বর আসলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এরপর সেখানে তার পরীক্ষা করলে দেখা যায় কোভিড-১৯ পজেটিভ। এখন তিনি চিকিৎসকদের পরামর্শে হাসপাতালেই রয়েছেন। তার অবস্থা এখন স্ট্যাবল রয়েছে।
২০০৯ সাল থেকে তিনি মাহবুবে আলম রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেলের দায়িত্বে রয়েছেন। তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান