চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই কাজে যোগ দিয়েছেন। অনুপস্থিত ওই পুলিশ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর জনসংযোগ শাখা জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিত সময়সীমা ১৫ আগস্ট বৃহস্পতিবারের মধ্যে সিএমপির মোট ৬ হাজার ১৬৯ জন পুলিশ সদস্যের মধ্যে ৬ হাজার ১৬৭ জন কর্মস্থলে যোগ দেন। অনুপস্থিত ২ জনের মধ্যে একজন নির্ধারিত সময়ের পরে গতরাতে হাজির হন। অন্যজন অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি আছেন। (বাসস)