সিএমসি কামাল টেক্সটাইল স্পট মার্কেটে যাচ্ছে ১৩ডিসেম্বর

বুধবার ,১৩ ডিসেম্বর  থেকে স্পট মার্কেটে লেনদেন করবে   পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমিটেড । রেকর্ড ডেটের আগে ১৩ ও ১৪ডিসেম্বর-এ দু দিন স্পট মার্কেটে  লেনদেন করবে কোম্পানিটি। ডিএসই সূত্রে জানা গেছে এ তথ্য। রোববার, ১৭ ডিসেম্বর, কোম্পানিটির এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে । রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে।

 আজকের বাজার:এসএস/১২ডিসেম্বর ২০১৭