চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শেয়ারহোল্ডার পরিচালক হয়েছেন সাবেক বিএমবিএ সভাপতি ও ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. ছায়েদুর রহমান। তিনি সাবেক শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
বুধবার (১০ জানুয়ারি) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এ পদটি ২০১৭ সালের জানুয়ারি থেকে শুণ্য ছিল।
ছায়েদুর রহমান প্রায় ৩৩ বছর ধরে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারের বিভিন্ন বিভাগে কাজ করেছেন। তিনি ২০০৮ সালে ইবিএলের ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের প্রধান হয়ে যোগদান করেন। ২০১৩ সালে তিনি ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।