চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কোম্পানির পারফরমেন্স বিবেচনা করে শরিয়াহ ইনডেক্সের তালিকা প্রকাশ করেছে। এতে তালিকাভুক্ত ১২৮টি কোম্পানি এই ইনডেক্সে অন্তর্ভুক্ত হয়েছে। ৩১টি কোম্পানি নতুনভাবে যুক্ত এবং ৮টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে এই তালিকা থেকে। আগামী ২৯ অক্টোবর থেকে এই ইনডেক্স কার্যকর হবে।
সিএসই সূত্র মতে নতুন করে যুক্ত ৩১টি কোম্পানি হল-
বঙ্গজ, মিথুন নিটিং, আমরা নেটওর্য়াক, অ্যাডভান্সড ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ, অগ্নি সিস্টেমস, আমান ফিড, আরামিট, আরামিট সিমেন্ট, আর্গন ডেনিমস, বেক্সিমকো, ডেল্টা স্পিনারস, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই, ডোরিন পাওয়ার জেনারেশন, ফাইন ফুডস, ফরচুন সুজ, এইচআর টেক্সটাইল, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, খুলনা পাওয়ার, লিবরা ইনফিউশনস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, অলেম্পিক অ্যাক্সেসরিজ, প্রাইম টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, সমতা লেদার কমপ্লেক্স, সামিট অ্যালায়েন্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, তিতাস গ্যাস, ওয়াটা কেমিক্যাল, ইয়াকিন পলিমার, জাহিন স্পিনিং।
বাদ যাওয়া কোম্পানিগুলো হচ্ছে আজিজ পাইপস, বিচ হ্যাচারি, এনভয় টেক্সটাইল, গ্লোডেন সন, মেঘনা পেট্রোলিয়াম, সাফকো স্পিনিং, শাশা ডেনিমস এবং ইউনাইটেড পাওয়ার।
আজকের বাজার:এলকে/এলকে ১৮ অক্টোবর ২০১৭