জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিগারেটের দাম নির্ধারণ করে বিশেষ আদেশ দিয়েছে।
জাতীয় সংসদে পাসকৃত ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট-পরবর্তী শনিবার ১ জুলাই এনবিআর জারিকৃত বিশেষ আদেশ অনুযায়ী সিগারেটের দাম নির্ধারণ করা হয়েছে।
এতে ২৩ টাকা দামের প্রতি ১০ শলাকা সিগারেট যথা- ডারবি, পাইলট ও হলিউডের দাম ৩৫ টাকা ও অন্যান্য ব্র্যান্ডের সিগারেটের দাম ২৭ টাকা নির্ধারিত।
এ আদেশের মাধ্যমে দেশি ও বিদেশি ব্র্যান্ডের সিগারেটের পৃথক মূল্যস্তর নির্ধারিত হলো, যা দেশীয় সিগারেট কোম্পানিগুলোর দীর্ঘ দিনের দাবি ছিল। এনবিআর জারিকৃত বিশেষ আদেশটি ১ জুন থেকে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
আজকের বাজার: আরআর/ ০২ জুলাই ২০১৭