সিগারেটের মোড়কে যে সতর্কবাণী দেয়া হয় সেটা আরো দৃশ্যমান করতে হবে উল্লেখ করে বক্তারা বলেছেন, ধুমপানের কারণে মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। জাতিকে সুস্থ-সবল রাখতে হলে আমাদের সন্তানদেরকে ধুমপান থেকে বিরত রাখতে হবে। এজন্য অভিভাবকদেরও সচেতন থাকতে হবে।
আজ নগরীতে অনুষ্ঠিত ‘তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সর্তকবাণী সংক্রান্ত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন’ শীর্ষক একসভায় তারা এসব কথা বলেন।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিস যৌথভাবে এ সভার আয়োজন করে।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের যুগ্ম সচিব ও সমন্বয়কারী খায়রুল আলম সেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।
আজকের বাজার/লুৎফর রহমান