সিগারেট না খেলে মিলছে অতিরিক্ত ৬ দিনের ছুটি! জাপানের একটি সংস্থা ধূমপায়ীদের সিগারেট বিরতির ক্ষতিপূরণ হিসেবে সিগারেট না খাওয়া কর্মীদের জন্য অতিরিক্ত ছয় দিন ছুটি ঘোষণা করেছে। সিএনবিসি জানিয়েছে, টোকিওর বিপণন সংস্থা পাইলা ইন্ক সিগারেট বিরতিতে সময় নষ্ট হওয়া নিয়ে অসন্তোষের মোকাবিলা করতেই এই নীতিটি চালু করে।
সংস্থার অফিসটি ২৯ তলায়! ফলত কাউকে সিগারেট খেতে হলে বিরতি নিয়ে বেসমেন্টে যেতে হবে। এই ধরণের বিরতি সাধারণত ১৫ মিনিট অব্দি লম্বা হত। যার ফলে ধূমপান করেন না এমন কর্মীদের মধ্যে বিষয়টি বিরক্তি সৃষ্টি করেছিল। তাদের অভিযোগের কথা শোনার পরেই, সংস্থার প্রধান নির্বাহী তাকাও আসুকা ধূমপান করেন না এমন কর্মীদের ক্ষতিপূরণ হিসাবে ছয় দিনের অতিরিক্ত ছুটি দেওয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন।
আজকের বাজার/লুৎফর রহমান