মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা এলাকায় আগুনে ১২ দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দা মোয়াজ্জেম হোসেন জানান, শুক্রবার রাত ৩টার দিকে ব্যবসায়ী কিবরিয়ার মুদি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে মানিকগঞ্জ ও সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মোট ১২টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আর্থিক সহযোগিতা করা হবে।’ সূত্র - ইউএনবি।
আজকের বাজার/এ.এ