স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুর সিটিতে অনুষ্ঠিতব্য “বৈশিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন” শীর্ষক সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
মঙ্গলবার রাত ১১ টা ৫৫ মিনিটে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির হাত থেকে রক্ষায় করণীয় বিষয়ে দিনব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণ অংশগ্রহণকারী দেশসমূহের নীতি নির্ধারকরা পর্যালোচনা করবেন।
মন্ত্রী সম্মেলনে ৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যান্যরা হলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (মন্ত্রীর একান্ত সচিব) মুহম্মদ ইব্রাহিম এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জলবায়ু সহিষ্ণু গ্রামীণ অবকাঠামো প্রকল্পের(সিআরআরআইপি) প্রকল্প পরিচালক মো. আনিসুল ওয়াহাব খান। আগামী ১৯ মে মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
আজকের বাজার/ এমএইচ