সিঙ্গাপুরে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীসহ ১৫ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। দেশটির প্রতি তিন জনের একজন মানুষের তথ্যই এখন হ্যাকারদের হাতে। খবর বিবিসির।
দেশটির সরকারের দেয়া এক বিবৃতি বলছে, ‘পরিকল্পিত উপায়ে সরকারের স্বাস্থ্য ডাটাবেজে আক্রমণ চালিয়ে তথ্যগুলো হ্যাক করা হয়।’
চলতি বছরের ১ মে থেকে ৪ জুলাইয়ের মধ্যে যারা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন, মূলত তাদের তথ্যই হ্যাক করা হয়েছে। মানুষের নাম ঠিকানাসহ বিভিন্ন প্রকারের তথ্য নিয়ে গেছে তারা। তবে স্বাস্থ্য পরীক্ষার ফলাফল বা রোগ নির্ণয় বিষয়ক তথ্য হ্যাক হয়নি।
সরকার জানিয়েছে, দুবার ক্যান্সারে আক্রান্ত প্রধানমন্ত্রী লি লুংয়ের তথ্যগুলো ছিল বিশেষ লক্ষ্যবস্তু।
এসএম/