সিঙ্গাপুরে করোনাভাইরাসে আরও এক বাংলাদেশি আক্রান্ত হয়েছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, ৩৯ বছরের ওই বাংলাদেশি সিঙ্গাপুরে বৈধ শ্রমিক হিসেবে কর্মরত। সম্প্রতি তার চীন সফরের কোনো রেকর্ড নেই। তাকে বর্তমানে ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিস বা এনসিআইসিডিতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার নাম-পরিচয় এখনো জানায় নি মন্ত্রণালয়।
গত ৬ ফেব্রুয়ারি তার মধ্যে ভাইরাস আক্রান্তে লক্ষণ দেখা দেয়। পরের দিন তিনি ক্লিনিকে চিকিৎসার জন্য যান। স্বাস্থ্য পরীক্ষার পর ১০ ফেব্রুয়ারি তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা।
এর আগে রোববার আরো এক বাংলাদেশির করোনাভাইরাসে আক্রান্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তারও নাম-পরিচয় জানা সম্ভব হয় নি।
হাসপাতালে ভর্তির আগে ভাইরাস আক্রান্ত দ্বিতীয় বাংলাদেশি তার কর্মস্থল সেলেটার অ্যারোস্পেস হাইটসে গিয়েছিলেন। আক্রান্ত প্রথম বাংলাদেশি এখানেই থাকতেন।
আজকের বাজার/এমএইচ