সিঙ্গাপুরে পৌঁছেছেন কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে সিঙ্গাপুরে পৌঁছেছেন। খবর এএফপি’র।

রোববার (১০ জুন) এয়ার চায়না ৭৪৭ ফ্লাইটে করে কিম জং উন সিঙ্গাপুরে পৌঁছেছেন।

সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছানোর পর কিম জং উনকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃশনান স্বাগত জানান। এর পর টুইটারে কিমের সঙ্গে করমর্দনরত একটি ছবি পোস্ট করেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী।

একটি মার্সিডিজ-বেনজ লিমুজিনে চড়ে বিমানবন্দর ছাড়েন কিম জং উন। এ সময় তার বহরে ২০টিরও অধিক গাড়ি ছিল।

ভিভিয়ান বালাকৃশনান জানান, রোববার দিনের শেষে কিমের সঙ্গে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী সেইন লুংয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে কিমের সঙ্গে বৈঠকে যোগ দিতে কানাডা থেকে সিঙ্গাপুরে রওনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি-সেভেন শীর্ষ সম্মেলন শেষে দিনের প্রথমভাগে ট্রাম্পকে নিয়ে এয়ারফোর্স ওয়ান রওনা করেছে।

আজকের বাজার/একেএ