সিঙ্গার বাংলাদেশের মালিকানায় আসছে আরডাচ বিভি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশের মালিকানায় আসছে নেদারল্যান্ড ভিত্তিক কোম্পানি আরডাচ বিভি। এর জন্য কোম্পানিটি রিটেইল হোল্ডিংসের কাছে থাকা কোম্পানিটির সকল শেয়ার কিনবে।

ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, গত ২২ মার্চ অনুষ্ঠিত সিঙ্গারের পর্ষদ সভায় এই সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। এই দিনই রিটেইল হোল্ডিংস এশিয়া সিঙ্গারকে এই চুক্তির বিষয় চিঠি দিয়েছে।

রিটেইল হোল্ডিংসের কাছে সিঙ্গার বাংলাদেশের ৫৬ দশমিক ৯৯ শতাংশ অর্থাৎ ৪ কোটি ৩৭ লাখ ৭ হাজার ১৮৩টি শেয়ার রয়েছে। তারা এই সব শেয়ার বিক্রির জন্য নেদারল্যান্ডের আরডাচ বিভির সঙ্গে চুক্তি করেছে। অর্থাৎ আরডাচ বিভি সব শেয়ার কিনে নিবে। এতে সিঙ্গারের মালিকানায় রিটেইল হোল্ডিং আর থাকছে না। তবে শেয়ারের মূল্য প্রকাশ করা হয়নি।

সিঙ্গারের পূর্ণ মালিকানায় আরডাচ বিভি যুক্ত হলেও শেয়ারহোল্ডিং প্যাটার্নে কোন পরিবর্তন হবে না। আরডাচ বিভি রিটেইল হোল্ডিংসের মতোই ক্পোানির মূল শেয়ারধারক হিসেবে সকল ক্ষমতা পাবে। এছাড়া কোম্পানির ব্যবসায় কোন পরিবর্তন হবেনা। ‘সিঙ্গার’ ট্রেডমার্কেই ব্যবসা পরিচালনা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের ৩০ শতাংশ স্টক ডিভিডেন্ডের সুপারিশ করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা রয়েছে (এজিএম) আগামী ২৩ এপ্রিল। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ মার্চ।এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৯৬ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯ টাকা ৭৯ পয়সা।