সিটবেল্ট ব্যবহার না করে গাড়ি চালানোর একটি ছবি দেখে রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে সতর্ক করে দিয়েছে ব্রিটিশ পুলিশ।
শনিবার যুক্তরাজ্যের দৈনিকগুলো নরফোকের রাজকীয় সানড্রিংহাম বাসভবনের কাছে সড়কে ফিলিপের ল্যান্ড রোভার চালানোর একটি ছবি ছাপে, যেখানে ৯৭ বছর বয়সী প্রিন্স ফিলিপের শরীরে গাড়ির সিট বেল্ট বাঁধা ছিল না বলে দেখা গেছে।
এ ঘটনায় ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গাড়ি চালকের জন্য উপযুক্ত বার্তা দেয়া হয়েছে। জনসম্মুখে সিটবেল্ট ব্যবহার না করার জন্যই এ বার্তাটি দেয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সানড্রিংহামে পাশেই গাড়ি চালানোর সময় একটি দুর্ঘটনা ঘটান প্রিন্স ফিলিপ, এতে দু’জন নারী আহত হন। এর দুদিনের মধ্যেই সিটবেল্ট ব্যবহার না করায় তাকে সতর্কবাতা দিলো ব্রিটিশ পুলিশ। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ