তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বৃহস্পতিবার বলেছেন, সিটি নির্বাচনটা ভোট যুদ্ধ নয়, বিএনপি-জামায়াত বর্জনের যুদ্ধ। তিনি বলেন,‘রাজাকার সমর্থিত প্রার্থীদের যতক্ষণ পর্যন্ত মাঠে দেখা যাবে ততক্ষণ পর্যন্ত নির্বাচনটা ভোট যুদ্ধ নয়, নির্বাচনটা রাজাকার, জঙ্গি ও তার দোসর বিএনপি-জামায়াত দেশবিরোধী মানুষকে এবং শক্তিকে বর্জন করার যুদ্ধ।’
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাহাড়পুর লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাসদ সভাপতি বলেন, জাতির পিতা, মুজিববর্ষ, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা কথা বলে না তারা কোনো প্রতিষ্ঠানে যাওয়ার যোগ্যতা রাখে না। নির্বাচন তাদের লক্ষ্য নয়, নির্বাচনকে ব্যবহার করে রাজনৈতিক নিম্নচাপ ও পরিস্থিতি ঘোলাটে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেকায়দায় ফেলায় বিএনপির মূল লক্ষ্য,’যোগ করেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে স্কুল কমিটির সদস্য ও জাসদ নেতারা উপস্থিত ছিলেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান