ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে আপিলের শুনানি হবে আগামী ২২শে ফেব্রুয়ারি। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা জানান কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ।
তিনি আরো জানান, ২৯শে মার্চ দেশের ৩৪টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার সাধারণ এবং ৫৩টি ইউনিয়ন পরিষদ ও ৫টি পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ১লা মার্চ।