সিটি নির্বাচনে লড়তে ৩ বিএনপি নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বৃহস্পতিবার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির তিন নেতা আসাদুজ্জামান রিপন, তাবিথ আউয়াল ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তারা বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন।

রিপন ও তাবিথের ঢাকা উত্তর এবং ইশরাকের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে।

বিএনপির নির্বাহী সদস্য তাবিথ ২০১৫ সালে উত্তর সিটির নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন।

রিপন বিএনপির বিশেষ সম্পাদক এবং ছাত্রদলের সাবেক সভাপতি। অন্যদিকে, ইশরাক বিএনপির সদস্য এবং অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

দুই সিটিতে আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজকের বাজার/এমএইচ