‘সিটি নির্বাচনে সংসদ সদস্যরা প্রচারণায় অংশ নিলে নির্বাচন সুষ্ঠু হবে না’

সিটি নির্বাচনে সংসদ সদস্যরা প্রচারণায় অংশ নিলে নির্বাচন কখনও নিরপেক্ষ হবে না বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার(২৮ মে) দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক ফোরাম ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

মহাসচিব বলেন, মাদকবিরোধী অভিযানের পেছনে ষড়যন্ত্র রয়েছে। ঘরের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ক্ষমতাসীনরা।

জনগণের কাছে সরকারের কোনো দায় নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, যাদের কাছে দায় তাদের কাছেই ধর্না দিচ্ছে ক্ষমতাসীনরা।

আরজেড/