ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন প্রশাসন ক্যাডারের ১২৯ কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য তাদের নিয়োগ দিয়ে সম্প্রতি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নিয়োগপ্রাপ্তদের ২৯ জানুয়ারি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগ দিতে বলা হয়েছে। ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয়তার নিরীখে তাদের দায়িত্ব বণ্টন করবেন বলে আদেশে জানানো হয়।
আর আগামী ৩০ জানুয়ারি বিকেলে শিল্পকলা একাডেমিতে নির্বাচন সংক্রান্ত ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ওই ব্রিফিংয়ে ঢাকা বিভাগীয় কমিশনার উপস্থিত থাকবেন।
আজকের বাজার/এমএইচ