ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মনোনয়নপত্র নিয়েছেন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম।
মেয়র আতিকের জন্য তার ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন মনোনয়নপত্র নিয়ে যান।
দুই সিটি নির্বাচনের জন্য এখন পর্যন্ত আটজন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাকিদের মধ্যে বর্তমান দুই সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও শেখ ফজলে নূর তাপস দক্ষিণ সিটির জন্য, বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হক ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব এমএ রশিদ দক্ষিণ সিটির জন্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী উত্তর সিটির জন্য মনোনয়নপত্র নিয়েছেন।
তবে দক্ষিণ সিটির বর্তমান মেয়র সাঈদ খোকন এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্রের জন্য ২৫ হাজার টাকা করে দিতে হচ্ছে।
আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে।
তফসলি অনুযায়ী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া দুই নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থীদের ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে দলের কাছে মনোনয়নপত্র পূরণ করে জমা দিতে হবে।
আজকের বাজার/এমএইচ