ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ ফেব্রুয়ারির নির্বাচনের গেজেট বাতিল চেয়ে আদালতে মামলা করেছেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি সোমবার যুগ্ম জেলা জজ আদালত-১ এর বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে এ মামলাটি করেন।
তাবিথের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান, মামলার শুনানির জন্য বিকালে সময় নির্ধারণ করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা ২৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন।
গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএনসিসি এবং ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যথাক্রমে আতিকুল ইসলাম এবং ফজলে নূর তাপস জয়ী হন। গত ৪ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান