সিটি নির্বাচন: মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ভবনে মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।

উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ‘নৌকা’ এবং বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল ‘ধানের শীষ’ প্রতীক পেয়েছেন।

এদিকে রাজধানীর গোপীবাগে মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

ডিএসসিসি থেকে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ‘নৌকা’ এবং বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়া দক্ষিণ সিটি করপোরেশনে জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন ‘লাঙ্গল’, ইসলামী আন্দোলনের আবদুর রহমান ‘হাত পাখা’, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) বাহারানে সুলতান বাহার ‘আম’, বাংলাদেশ কংগ্রেসের আকতারুজ্জামান আয়াতুল্লাহ ‘ডাব’ এবং গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ‘মাছ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ