সিটি ব্যাংকের অ্যাকাউন্টিং পলিসি পরিবর্তন

অ্যাকাউন্টিং পলিসি পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেড । একারণে কোম্পানিটি নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) শেয়ার প্রতি ৫ টাকা ৩৩ পয়সা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর পরিচালক রিজেলিউশন মডেল থেকে কস্ট মডেলের স্থায়ী সম্পদের জন্য ব্যাংকের অ্যাকাউন্টিং নীতি পরিবর্তন করার অনুমোদন দিয়েছে।

এর ফলে কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু কমে হবে ৪৬৬ কোটি ৮৮ লাখ ৫৮ হাজার ৪২৩ টাকা বা শেয়ার প্রতি ৫ টাকা ৩৩ পয়সা।

রাসেল/