পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মো. আলী হোসাইন পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় কেনা শেষ করেছেন।
ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী এই উদ্যোক্তা ৫০ হাজার শেয়ার কিনেছেন। বর্তমান বাজার দরেই তিনি এ শেয়ার ক্রয় করেছেন।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৩০ দশমিক ৯০ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ২৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৩ দশমিক ৬৫ শতাংশ শেয়ার রয়েছে।
আজকের বাজার : এলকে /এলকে ৬ জুন ২০১৭