সিটি ব্যাংক লিমিটেড তার পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে। আগামী ১৭ অক্টোবর বুধবার বিকাল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুষ্ঠেয় বৈঠকে গত ৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’১৮-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা করা হবে। পরিচালনা পরিষদ ওই বিবরণী অনুমোদন করলে তা প্রকাশ করা হবে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’১৮-জুন’১৮) ব্যাংকটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ১ টাকা ১১ পয়সা। অন্যদিকে গত বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির ইপিএস ছিল ৯১ পয়সা