সিটি ব্যাংকের ব্যাংকের পরিচালক আজিজ আল কায়সারকে চেয়ারম্যান এবং হোসেন খালেদকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাদের নির্বাচন করা হয়।
শিল্পপতি আজিজ আল কায়সার সিটি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি পাঁচ বছর ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন এবং পরে ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর হাত ধরেই সিটি ব্যাংক নতুন লোগো-র মাধ্যমে ২০০৮ সালে নবযাত্রা শুরু করে।
বর্তমানে তিনি পারটেক্স স্টার গ্রুপের পরিচালক এবং এর বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যুক্ত আছেন। এছাড়াও তিনি মালয়েশিয়ায় সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফারের চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির মালয়েশিয়া জুড়ে বর্তমান শাখার সংখ্যা ১১।
অপরদিকে সুপরিচিত ব্যবসায়িক ব্যক্তিত্ব হোসেন খালেদও সিটি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। বর্তমানে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির সদস্য এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির কনভেনর হিসেবে নিয়োজিত আছেন।